ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
রাজশাহীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বুধবার

রাজশাহী: রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হতে যাচ্ছে বুধবার (২১ জানুয়ারি)। মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।



মেলা উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।  

মেজবাহ উদ্দিন জানান, বুধবার দুপুর ২টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. রফিকুল আলম বেগ প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক আরও জানান, ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ইনোভেশন সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে তথ্য প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল সেন্টার বিষয়ক সেমিনার, ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া বিষয়ক সেমিনার, প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনদিনের ডিজিটাল মেলায় এবার ৩৮টি প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। মেলায় ওয়াইফাই জোন সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন দুপুর ২টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে এ মেলা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।