ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সরু ফ্রেমে আসুস ‘ফোনপ্যাড ৮’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
সরু ফ্রেমে আসুস ‘ফোনপ্যাড ৮’ ফোনপ্যাড ৮

ফোনপ্যাড ৮ নামের একটি ট্যাব উন্মুক্ত করেছে আসুস। বাজারে ৮ ইঞ্চি আকারের যত ট্যাব আছে তার মধ্যে সবচেয়ে চিকন ফ্রেমে বাঁধানো ‘ফোনপ্যাড ৮’ দাবি তাইওয়ান-ভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতার।



বর্তমান ট্যাব পিসি’র বাজার চাহিদাকে গুরুত্ব দিয়েই নতুন ট্যাবটি আনা হয়েছে বলেও জানিয়েছে আসুস।

তথ্য মতে, ট্যাবটির ফ্রেমের পুরুত্ব ৫.০৬মিমি., ১২৮০ বাই ৮০০ রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে।

ভয়েস কলিং সুবিধা ও ডুয়্যাল সিম সমর্থিত ট্যাবটিতে থ্রিজি ফোন করার সুবিধাও রয়েছে। অভ্যন্তরে আছে ৬৪ বিটের ইন্টেল অ্যাটম জেড৩৫৩০ ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, সামনে দুটি স্পিকার এবং ৫ এমপি মূল ও ২ এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

ফোনপ্যাডটিতে নির্দিষ্ট করে দেয়া মেমোরি ১৬ জিবি যা মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

প্রতিষ্ঠানটির আরো দাবি ফোনপ্যাড ৮’এ যুক্ত ৪ হাজার এমএএইচ ব্যাটারি ১২ ঘণ্টা পর্যন্ত এনার্জি প্রেরণে সক্ষম। যে সময় ব্যবহারকারী ভিডিও, ওয়েব ব্রাউজিং করতে পারবে। আর কথা বলা যাবে ২১ ঘণ্টা পর্যন্ত।

কালো, সোনালি দুটি রঙে পাওয়া যাবে ফোনপ্যাড ৮। ভারতের বাজারে উন্মুক্ত এ পণ্যের দাম ১৩ হাজার ৯৯৯ রুপি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।