ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কোড ওয়ারিওর চ্যালেঞ্জের দিতীয় গ্রুমিং পর্ব অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোড ওয়ারিওর চ্যালেঞ্জের দিতীয় গ্রুমিং পর্ব অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিওর চ্যালেঞ্জ’ এর দিতীয় গ্রুমিং পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতায় নির্বাচিত ৬০টি দল অংশগ্রহণ করে।



গ্রুমিং পর্বটি কোর ওয়ারিওর চ্যালেঞ্জের জুরি বোর্ডের প্রধান ও বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর প্রধান প্রশিক্ষক জহিরুল আলম তাইমুমের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা।

এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ৭১টি বিশ্ববিদ্যালয় ও ৫২টি কোম্পানি অংশগ্রহণ করে।

গত ৯ জানুয়ারি প্রতিযোগিতার প্রথম গ্রুমিং পর্ব অনুষ্ঠিত হয়। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি টানা ৩৬ ঘন্টার বুট-ক্যাম্প সেশনের মাধ্যমে এবারের বিজয়ী দল নির্বাচন করা হবে। এরপর ডিজিটাল ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ড নাইটে তাদের পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর অংশ হিসেবে কোড ওয়ারিওর চ্যালেঞ্জ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এই প্রতিযোগিতার আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বেসিস স্টুডেন্টস ফোরাম এবং বেসিস উইমেনস ফোরাম।

বিস্তারিত জানা যাবে এই http://codewarrior.bitm.org.bd সাইটে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।