ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঘরে বসেই সেরা ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য কেনার সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ঘরে বসেই সেরা ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য কেনার সুযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘরে বসেই বিশ্বসেরা ব্র্যান্ডের পণ্য ও সেবা দিতে কম্পিউটার সোর্স ও এখনিডটকমের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর বিসিএস অডিটরিয়ামে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াটায় এ চুক্তি স্বাক্ষর করেন কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ ও এখনিডটকমের সিইও শামীম আহসান।



এখনিডটকমের শামীম আহসান বলেন, ভোক্তারা পণ্য কিনলে দেশে যে কোনো পণ্য পৌঁছে দিতে আমরা কুরিয়ার সার্ভিস ব্যবহার করবো। এক্ষেত্রে বিশেষ ব্যবস্থার মাধ্যমে পণ্য সরবরাহ করা হবে। ক্রেতারা কোনো ঝামেলা ছাড়াই এ ব্যবস্থার মাধ্যমে কেনাকাটা করতে পারবেন।

এ এইচ এম মাহফুজুল আরিফ জানান, খুচরা মূল্যেই দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রেতারা প্রযুক্তি পণ্য কিনতে পারবেন। একই সঙ্গে দেশের মোট ৩৬টি পয়েন্টের মাধ্যমে সেবা নিতে পারবেন ক্রেতারা।
এছাড়া পণ্যের ওয়ারেন্টির এক বছর যাতে যথার্থভাবে সেবা দেওয়া হয় সে বিষয়ে আমরা কাজ করছি।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভোক্তারা এই চুক্তির সেবা পাবেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।