ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ফেসবুক বন্ধ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ফেসবুক বন্ধ!

ঢাকা: দুপুর সোয়া বারোটা থেকে হঠাৎ করেই ঢোকা যাচ্ছে না সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে। পেজটিতে প্রবেশ করতে গেলে ‘অ্যাকাউন্ট ট্যাম্পোরারিলি আনঅ্যাভিলেভল’ লেখা ভেসে উঠছে।



এ সমস্যা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তবে সমস্যা চিহ্নিত করে এ বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

দুঃখ প্রকাশ করে ফেসবুক তাদের ওয়েবসাইটে জানায়, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করা হবে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ফেসবুকের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ফেসবুকে ঢুকতে না পারার সমস্যার কথা বাংলানিউজকে জানিয়েছেন ভুক্তভোগী অনেকেই।

** হালকা ফেসবুক বাংলাদেশে

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫/আপডেট: ১৩১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।