ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শরু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একে এম টিপু সুলতান।



এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একে এম টিপু সুলতান।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম নাজিম উদ্দিন ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন।

সেখানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার এনডিসি মো. আরিফুজ্জামান প্রমুখ।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক স্টল বসে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।