ঢাকা: গুগল ম্যাপে বাংলাদেশের স্ট্রিট ভিউয়ের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। এর মাধ্যমে গুগল ম্যাপে উন্মোচিত হলো বাংলাদেশের পথচিত্র (স্ট্রিটভিউ)।
অ্যান্ড্রোয়েড, উইন্ডোজ, আইবিএম কিংবা ম্যাক ডিজিটাল ডিভাইসে এ পথচিত্র দেখা যাবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুগল ম্যাপে বাংলাদেশের পথচিত্র উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গুগলে বাংলাদেশ ৬৫তম দেশ হিসেবে পথচিত্র প্রদর্শন করতে পারছে। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে পর্যটন থেকে শুরু করে ব্যবসাসহ বিভিন্ন সেক্টরে সুবিধা নিয়ে আসবে।
গুগলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সড়কের ছবি উন্মোচন করার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও সরকারি পরিসেবা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, পর্যটন বিকাশে পথচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুধু ঢাকা ও চট্টগ্রাম নয়, বাংলাদেশের দর্শনীয় জায়গাগুলো গুগল পথচিত্রে নিয়ে আসারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসির পরিচালক অ্যান লাভিন বলেন, নতুন এই স্ট্রিটভিউ বা পথচিত্র বাংলাদেশকে সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে তুলে ধরবে। এতে ঢাকা শহরের রাস্তা থেকে শুরু করে দর্শনীয় তীর্থস্থানগুলোর ছবিও দেখা যাবে।
এই পথচিত্র বৈশ্বিক পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অ্যান লাভিন বলেন, পর্যায়ক্রমে দেশের সব রাস্তা ও দর্শনীয় স্থানগুলো স্ট্রিটভিউয়ে দেখা যাবে।
সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার বলেন, এটুআই প্রকল্পের অংশীদারের ভিত্তিতে এই পথচিত্র তুলে ধরা ফলপ্রসূ উদ্যোগ। এখন থেকে দেশের ভেতরে এবং বাইরের যে কেউ চাইলে দেশের মানচিত্র এবং সংস্কৃতি সম্পর্কে মুহূর্তেই জানতে পারবেন।
অনুষ্ঠানে ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক জনিনা জারুজেলস্কি, এটুআই প্রকল্পের অনির চৌধুরীসহ এটুআই ও গুগল এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গুগল পথচিত্রের ক্যামেরা প্রদর্শন ও পথচিত্র তুলে ধরার পদ্ধতি উপস্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫