ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বনশ্রীতে ‘ফুড মার্ট’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বনশ্রীতে ‘ফুড মার্ট’

‘ফুড মার্ট’ এখন রাজধানীর বনশ্রীতে। ই-কমার্স এই সাইটের www.foodmart.com.bd মাধ্যমে বনশ্রী বাসিন্দারা এখন থেকে তাদের পছন্দের খাবার, পছন্দের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে সহজেই পেয়ে যাবেন।



গত বছরের নভেম্বরে ফুড মার্ট’র কার্যক্রম শুরু হয়। ভার্চুয়াল এই সেবায় ফুড মার্টের সাথে সংযুক্ত রয়েছে রাজধানীর বনানী, গুলশান-১ ও ২, বারিধারা, মহাখালী, বসুন্ধরা এবং নিকেতন এলাকার ১২০ রেস্টুরেন্ট।

এ মুহূর্তে  বনশ্রীর সরমা হাউজ, চিকেন ওয়ার্ল্ড ও শেয়ারফুডসহ আরো কিছু রেষ্টুরেন্ট ফুড মার্ট’র সাথে যুক্ত হয়েছে।

যাত্রার শুরু থেকেই অনলাইনের ক্রেতাদের ফ্রি ডেলিভারি দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

ফুড মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন জানান, মার্চ থেকে ঢাকায় সবখানে আমাদের সার্ভিস চালু হচ্ছে। যাতে করে সবাই ঘরে বসেই খাবার অর্ডার করতে পারে।

দেশের প্রত্যেক বিভাগীয় শহরে সেবা পৌঁছে দিতে চাই ফুড মার্ট। তাই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে অনলাইন পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

ফুড মার্ট সর্ম্পকে বিস্তারিত তথ্য ও অর্ডার দেয়ার নিয়ম জানা যাবে www.foodmart.com.bd এ সাইটে। আর ফেসবুক পেজ হলো (www.facebook.com/foodmartofficial)।

উল্লেখ্য, ক্রেতারা খাবার অর্ডার দেয়ার সঙ্গে সঙ্গেই এসএমএস পাবে এবং জানতে পারবে ডেলিভারির সময়।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।