ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে এলো মাইসেলের থ্রিজি ফোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
বাজারে এলো মাইসেলের থ্রিজি ফোন

ঢাকা: মাইসেল বাজারে আনলো অত্যাধুনিক প্রযুক্তির থ্রিজি সমৃদ্ধ জি-১ (এ ১) মডেলের নতুন স্মার্টফোন। সংশ্লিষ্টরা বিষয়টি জানিয়েছে।



ফোনটির ব্যবহার যেমন সহজ, তেমনি চার্জ থাকে অনেক বেশি। এছাড়া টাচ ফোনের মতো পড়ে গেলে স্ক্রিন ফেঁটে যাবার সম্ভাবনাও অনেক কম।

জি-১ মডেলের নতুন এই মুঠোফোনে রয়েছে ডবল সিম ব্যবহারের সুবিধা, এরমধ্যে ১টি সিম ডব্লিউ সিডিএমএ (যাতে দেবে উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক) আর একটি সিম জিএসএম সম্পন্ন, ২ দশমিক ৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ও জিপিআরএস।

১৬ জিবি মাইক্রো এসডি কার্ড ও ইউএসবি ব্যবহারের সুবিধা সংবলিত ফোনে ১২৮ এমবি ইন্টারনাল রম আর ৬৪ এমবি র‌্যাম আছে। সামনের ক্যামেরা ০.৩ মেগা পিক্সেল ও পেছনে রয়েছে ফ্ল্যাশসহ ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা।

যা নিখুত ছবি তোলায় বেশ ভালো অভিজ্ঞতা দেবে। এমপি থ্রি ও এমপি ফোরসহ অন্যান্য সুবিধা তো রয়েছেই।
 
জাভা চালিত হওয়ায় ফোনটিতে উপভোগ করা যাবে অপেরা মিনি ব্রাউজার, ফেইসবুক ও জি মেইল।

আকর্ষনীয় এই সেটের মূল্য মাত্র ২ হাজার ৪৫০টাকা।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।