ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

তিন প্লাটফর্মে ‘রুফটপ ফ্রেঞ্জি’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
তিন প্লাটফর্মে ‘রুফটপ ফ্রেঞ্জি’

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’তে উন্মুক্ত হয় দেশিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান রাইজ আপ ল্যাবসের নতুন গেম “রুফটপ ফ্রেঞ্জি”। গেমটি গুগল প্লে, অ্যামাজন স্টোর সহ এখন অ্যাপেল স্টোরে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে ।

অ্যাকশনপ্রেমী মোবাইল গেমারদের কিছু নতুনত্ব আর মার্শাল আর্টের ছোঁয়া দিতেই “রুফটপ ফ্রেঞ্জি” তৈরি করে রাইজ আপ ল্যাব।

গেমটি খেলতে গেমারকে কুংফু মাস্টারের ভূমিকায় থাকতে হবে। এজন্য গেমার খেলার শুরুতেই খেলার সব পদ্ধতি জেনে নিতে পারবে। এছাড়া সেটিংস অপশনের মুভ লিস্ট থেকে শিখে নেয়া যাবে।

মজার কাহিনী, উন্নতমানের সাউন্ড ইফেক্ট, আকর্ষণীয় গ্রাফিক্স ও চমৎকার ব্যাকগ্রাউন্ডে তৈরি এ গেমটি দেশীয় গেমের প্রতি গেমারদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’র মোবাইল ইনোভেশনে ‘রুফটপ ফ্রেঞ্জি’ প্রথম স্থান লাভ করে।

গেমটির ডাউনলোড লিংক : http://riseuplabs.me/roof আর গেম অফিসিয়াল সাইট : http://www.riseuplabs.com/products/rooftop-frenzy।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।