ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২য় বর্ষপূর্তি উদযাপন বেশতো’র

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
২য় বর্ষপূর্তি উদযাপন বেশতো’র

দেশের প্রথম সম্পূর্ণ বাংলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বেশতো (www.beshto.com) তৃতীয়  বছরে পা দিয়েছে। ২য় বর্ষপূর্তি উপলক্ষে বেশতোর নিজস্ব অফিসে শনিবার সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশতো র প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, তামজিদ স্পন্দন, মোবাশ্বের হোসেন, প্রযুক্তি প্রধান মেহেদী হাসানসহ অন্যান্য বেশতো উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বেশতোর নানা কর্মকান্ড এবং এই দুই বছরে বেশতোর নানা অর্জন তুলে ধরা হয়। জানানো হয়, বেশতোর নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা এক লাখ, রেজিস্টার্ড ইউজার ৭৫ হাজার, প্রতি মাসে নতুন পোস্ট/কনটেন্ট গড়ে ২০ হাজার, ২৫ হাজার প্রশ্ন যার এক লাখ উত্তর, ৫০% রিটার্নিং ইউজার।  

সম্প্রতি বেশতোর মোবাইল ভার্শন চালু হয়েছে জানিয়ে আরও বলা হয়, বর্তমানে ৫০%-এর বেশি ব্যবহারকারী মোবাইল-এর মাধ্যমে বেশতো বেশতো ব্রাউজ করছেন।

বাংলাদেশ সময় ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।