ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ধুনটে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ধুনটে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্কের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেল ৫টার দিকে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ এর শুভ উদ্বোধন করেন।



ধুনট সদরে গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারে উদ্বোধনী ঘোষণা শেষে একটি র‌্যালি বের হয়। ৠালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাসুদ রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি আশেকুর রশিদ হেলাল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম,  পৌর মেয়রের সহধর্মীনি রোজিনা খাতুন, গ্রামীণফোনের টেরিটরি অফিসার মাহফুজুর রহমান কল্লোল, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার ফারুক আহম্মেদ রিপন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।