ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০ মার্চ শুরু টেক সামিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
২০ মার্চ শুরু টেক সামিট ছবি: দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২০ মার্চ শুরু হচ্ছে টেক সামিট-২০১৫। তথ্যপ্রযুক্তি বিষয়ক দু’দিনব্যাপী এ সামিটের যৌথভাবে আয়োজন করছে ইনফোকম ও সিটিও ফোরাম।


 
বুধবার (০৪ মার্চ) দুপুরে রাজধানীর ধানমণ্ডির একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার।
 
তিনি বলেন, সিটিও ফোরাম দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গত ‍দু’বছর ধরে ভারতের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোকমের সঙ্গে কাজ করছে। তাদের সহযোগীতায় বাংলাদেশে সভা, সেমিনার, সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে সিটিও ফোরাম।

এরই ধারাবাহিকতায় আগামী ২০-২১ মার্চ দু’দিনব্যাপী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে টেক সামিট-২০১৫ আয়োজন করা হচ্ছে। এতে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে শতাধিক প্রযুক্তি বিশেষজ্ঞসহ আইটি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
 
তিনি বলেন, প্রযুক্তিপণ্য, সেবা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সামিটে মতবিনিময় হবে। এতে মোট ৮টি সেমিনারের আয়োজন থাকবে। এছাড়া সামিটে ইনফোকম-সিটিও ফোরাম আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৫’র মাধ্যমে প্রথমবারের মতো অ্যাওয়ার্ড চালু করা হবে।

এর মাধ্যমে ভারতের সাতজন, বাংলাদেশের পাঁচ জন এবং নেপাল, ভুটান, শ্রীলঙ্কার এক জন করে মোট ১৫ জন আইটি প্রফেশনাল অ্যাওয়ার্ড পাবেন।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনফোকমের সাংগঠনিক সম্পাদক কেকে মহাপাত্র, কর্পোরেট ম্যানেজার (আইটি) আবদুর রাফি, সিটিও ফোরাম বাংলাদেশের কোষাধক্ষ্য ড. ইজাজুল হক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।