ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাবির সাথে ক্রিয়েটিভ আইটি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
ঢাবির সাথে ক্রিয়েটিভ আইটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সাথে একযোগে কাজ করতে যাচ্ছে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লিমিটেড।

এ উপলক্ষে রোববার (৮ মার্চ) চারুকলায় দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।

চুক্তির ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের শেষ বর্ষের সকল শিক্ষার্থীরা বিনামূল্যে ক্রিয়েটিভ আইটিতে ইন্টার্নশীপের সুযোগ পাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকির উপস্থিতিতে ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মনির হোসেন এবং গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান মাসুদুর রহমান চুক্তিপত্রে সই করেন।

প্রধান অতিথির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক গ্রাফিক ডিজাইনের সম্ভাবনা সম্পর্কে বলেন, বর্তমান বিশ্বে গ্রাফিক ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রতিষ্ঠানই এখন গ্রাফিক ডিজাইন ছাড়া চলতে পারে না। তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আনয়নে এই বিভাগের শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে।

মাকসুদুর রহমান বলেন, শিক্ষার্থীরা যেন আধুনিক প্রযুক্তির বিশেষায়িত জ্ঞান অর্জন করে সময় উপযোগী উচ্চতর শিক্ষায় নিজেদের যুক্ত করতে পারে এবং আন্তর্জাতিক মানের কাজ করতে পারে সে জন্যই আমরা ক্রিয়েটিভ আইটি’র সাথে এক হয়েছি।

অনুষ্ঠানে মনির হাসান জানান, তার প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ইন্টার্নশীপই দিবে না বরং আন্তর্জাতিক মার্কেটপ্লেসে চাকরি পাওয়ার ক্ষেত্রেও সবধরণের সহযোগিতা করবে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন, গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষক অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, অধ্যাপক এফ এম কায়সার, বিডি জবস ডট কমের সিইও ফাহিম মাশরুর, ক্রিয়েটিভ আইটি লিঃ এর বিজনেস হেড তানভীর তমালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।