ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জার্মানীতে তথ্যপ্রযুক্তি মেলায় বেসিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
জার্মানীতে তথ্যপ্রযুক্তি মেলায় বেসিস

জার্মানির হ্যানোভারে ইউরোপের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট ২০১৫’তে অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।



রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এ মেলায় বেসিসের সদস্য কোম্পানি কর্পোরেট আইটি লিমিটেড ও গ্রামীণ সল্যুউশন লিমিটেড এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এছাড়া বিইয়ন্ড টেকনোলজিস এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড দর্শনার্থী (ভিজিটর) হিসেবে মেলায় অংশগ্রহণ করেছে।

বেসিসের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবিরের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে বিদেশে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির প্রচার-প্রসার ও দেশে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা বাড়বে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।