ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকালে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে মেলার উদ্বোধন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও পযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।

রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ইউনুস আলী, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান ও নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক।

মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪০টি স্টল অংশ নিয়েছে।

মেলা চলবে আগামী সোমবার (২৩ মার্চ) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।