ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এলো ‘পিওর অ্যাকুইস্টিক স্ট্যাইলবক্স’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
এলো ‘পিওর অ্যাকুইস্টিক স্ট্যাইলবক্স’ পিওর অ্যাকুইস্টিক স্ট্যাইলবক্স

পারিবারিক কিংবা বন্ধুদের আড্ডা মাতিয়ে তুলতে দেশের প্রযুক্তিপণ্যের বাজারে এলো ‘পিওর অ্যাকুইস্টিক স্ট্যাইলবক্স’। তারহীন ও সহজে বহনযোগ্য এই স্পিকারটিতে রয়েছে ব্লু-টুথ ৩.০ এবং এনএফসি প্রযুক্তি।



ফলে মুঠোফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে জোরালো ও সুমধুর আওয়াজে মিউজিক প্লে করা যায়।

অভিজাত নকশার সাউন্ড বক্সটিতে রয়েছে ৫ ইঞ্চি আকারের সাবওফার, গ্লাস প্যানেল টাচ কান্ট্রোল, আট ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম শক্তিশালী ব্যাটারি।
উজ্জল লাল রঙের এই স্টাইলবক্সটি দেশের বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স।  

’পিওর অ্যাকুইস্টিক’ স্টাইল বক্সটির দাম নয় হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।