ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গিগাবাইট ডিলার মিট অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
গিগাবাইট ডিলার মিট অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘গিগাবাইট ডিলার মিট ২০১৫’।

প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ এবং গিগাবাইট বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান এতে উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, “বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিস গিগাবাইট ব্রান্ডের মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড সহ বেশ কিছু অপশন এক্সেসরিজের একমাত্র পরিবেশক। অন্যদের তুলনায় আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের বিক্রয়োত্তর সেবা। শুধুমাত্র গিগাবাইট পণ্য নয়, স্মার্ট টেকনোলজিস কর্তৃক পরিবেশিত যেকোন পণ্যের ক্ষেত্রেই আমরা বিক্রোয়ত্তর সেবায় সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকি।

স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানে গিগাবাইটের নিত্যনতুন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা মোঃ আনাস খান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।