ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আরো ১৫টি ভাষা সমর্থন করবে ইউটিউব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
আরো ১৫টি ভাষা সমর্থন করবে ইউটিউব

এখন থেকে ইউটিউব সমর্থন করবে আরো ১৫টি ভাষা। সবমিলিয়ে বিশ্ব জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং সাইটে ভাষার সংখ্যা বেড়ে হলো ৭৬।



নতুন পদক্ষেপ সম্পর্কে বলা হচ্ছে আরো বেশি ব্যবহারকারী টানতে নতুন নতুন সুবিধা সংযোজনের কাজ করছে ইউটিউব। বুধবার (১৫ এপ্রিল) তারা ওয়েবসাইটটির নতুন ডিজাইন আর লেআউট প্রকাশ্যেও আনে। তথ্য মতে, নতুন ডিজাইনে কিছুটা পরিবর্তন যেমন থাকছে সলিড বার এবং আগের তুলনায় আইকনগুলো সহজসাধ্য করা হয়েছে।

তালিকায় যুক্ত নতুন ১৫টি ভাষা হলো “আজেরবাইজান, আর্মেনিয়ান, জর্জিয়ান, কাজাখ, খেমের, কির্গিজ, লাও, মাসিডন, মঙ্গোলিয়ান, মিয়ানমার, নেপালি, পাঞ্জাবি, সিংহলী, আলবেনিয়ান, উজবেক”।

ইউটিউবের দেয়া তথ্যানুযায়ী বর্তমানে ইউটিউব প্রচুর সংখ্যক ভাষা সমর্থন করে যা প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীদের স্থানীয় ভাষা ব্যবহারে সমর্থন করে।

এর সেবচেয়ে ভাল দিক হলো ব্যবহারকারীদের মধ্যে যারা ভালো ইংলিশ জানেনা, তাদেরও এখানে কোনো ঝামেলা ছাড়া সাইটটি ব্রাউজের সুযোগ রয়েছে।

বিপুল সংখ্যক ব্যবহারকারীদের ব্যবহার অনুযায়ী সাইটটি বেশ সাচ্ছন্দ্যকর বলে এ মুহূর্তে ইউটিউব আরো এক ধাপ সম্মুখে।

নতুন সংযোজন সম্পর্কে অন্যান্য তথ্যের মধ্যে আছে সংযুক্ত ৭৬টি ভাষায় ইউটিউব এর সব লিংক, বাটন এবং টেক্সট অনুবাদ করা থাকবে।

সাইটটি ১৬৫টি ভাষার ক্যাপশন সাপোর্ট করে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।