ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট অফিসের ইউনিভার্সেল অ্যাপ অবমুক্ত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মাইক্রোসফট অফিসের ইউনিভার্সেল অ্যাপ অবমুক্ত

ঢাকা: স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীদের জন্য ইউনিভার্সেল অ্যাপ অবমুক্ত করলো মাইক্রোসফট। তবে অ্যাপটির জন্য ব্যবহারকারীদের চলতি ‍মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।



এমএস অফিস ‍অ্যাপের মাধ্যমে ডেক্সটপে যে ধরনের কাজ করা যেতো, নতুন এ অ্যাপের মাধ্যমেও ব্যবহারকারীরা সে সুবিধা ভোগ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের সুবিধার পাশাপাশি মাইক্রোসফট ইউনির্ভাসেলের মাধ্যমে একসঙ্গে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যাবে। অন্য অ্যাপসগুলোতে কাজ করার সময় ব্যবহারকারীরা সাধারণত দুই হাত ব্যবহার করেন। তবে মাইক্রোসফট ইউনিভার্সেল ‍অ্যাপের মাধ্যমে একহাতে কাজ করা সম্ভব বলে দাবি মাইক্রোসফটের।

ধারণা করা হচ্ছে, এ অ্যাপ অবমুক্তের মাধ্যমে মাইক্রোসফট তার উইন্ডোজ ১০’র কৌশলগুলোকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝিতে অবমুক্ত হতে যাওয়া উইন্ডোজ ১০’র মাধ্যমে মোবাইলসহ যেকোনো ধরনের প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।