ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি জার্নালিস্ট ফোরাম নির্বাচনে প্রার্থী পরিচিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
আইসিটি জার্নালিস্ট ফোরাম নির্বাচনে প্রার্থী পরিচিতি

ঢাকা: তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যনির্বাহী পরিষদের পরিচিতি পর্ব
অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংগঠনের নির্বাচনে প্রার্থীদের নিয়ে এ পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।


পরিচিতি পর্বে প্রার্থীরা নানা রকম অঙ্গীকার করে নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন।

আগামী ২ মে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় সকাল ১০টা থেকে (২০১৫-১৬-১৭) এ সেশনের কার্যনির্বাহী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানায়।
বাংলা সফটওয়্যার প্রণেতা মোস্তফা জব্বার, আবির হাসান, মেহেদী হাসান পলাশ বিআইজেএফের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশন জানায় এ নির্বাচনে ৮ পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে তিন জন, দৈনিক কালের কন্ঠের মোহাম্মদ খান,  ফ্রিল্যান্সিং সাংবাদিক রাহিতুল ইসলাম রুয়েল ও সকালের খবরের সাব্বিন হাসান প্রতিদ্বন্ধিতা করছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ডিজিটাল সময়ের খালেদ সাইফুল্লাহ, যুগান্তরের তারিক রহমান, সাধারণ সম্পাদক পদে এটিএননউজের আরাফাত সিদ্দিকী সোহাগ, আমাদের সময়ের ওয়াসিকুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক পদে কালের কণ্ঠের মাসুদ রুমী, কোষাধ্যক্ষ পদে সমকালের হাসান জাকির ও নয়াদিগন্তের নাজমুল হোসাইন নির্বাচন করছেন।   সাংগঠনিক সম্পাদক পদে সকালের খবরের তারিকুল ইসলাম খান বাদল, গবেষণা সম্পাদক হিসেবে খন্দকার হাসান শাহরিয়ার, ভোরের পাতার মোস্তাফিজুর রহমান সোহাগ, বাংলানিউজের এসএম সালাউদ্দিন। সদস্য পদে হাসান বিপুল ও কাউছার উদ্দিন নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন বলে নির্বাচন কমিশন জানায়।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এজেডকে/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।