ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এস সিরিজের স্মার্টফোন নিয়ে লেনোভো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এস সিরিজের স্মার্টফোন নিয়ে লেনোভো

ঢাকা: এস৬০ নামে দুই সিম ব্যবহার সুবিধাসম্পন্ন নতুন একটি স্মার্টফোন এনেছে চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠ‍ান লেনোভো। সোমবার (১৮ মে) ভারতের বাজারে হ্যান্ডসেটটি উন্মুক্ত করা হয়েছে।



অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সন ব্যবহার করা হলেও ললিপপ ৫ ভার্সন পর্যন্ত আপগ্রেডযোগ্য বলে এক বিবৃতিতে জানিয়েছে লেনোভো।

৫ ইঞ্চি পর্দার এস৬০’র প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর, ৠাম ২ গিগাবাইট। হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮ গিগাবাইট হলেও তা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

এর মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ব্যাটারির ধারণক্ষমতা দুই হাজার একশ’ ৫০ এমএএইচ।

ভারতের বাজারে হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে বারো হাজার নয়শ’ ৯৯ রুপি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।