ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্ব মেট্রোলজি দিবস বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
বিশ্ব মেট্রোলজি দিবস বুধবার

ঢাকা: ‘পরিমাপ ও আলো’ এই স্লোগান সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস।  

বুধবার (২০ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে দিবসটি পালিত হবে।



দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং ওজন ও পরিমাপ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারস এর পরিচালক মার্টিন মিলটন বাণী দিয়েছেন।

এছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দিবসটি উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী দিয়েছেন।
 
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বুধবার তেজগাঁওয়ে বিএসটিআই এর প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ ও বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।