ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইডিবি-আইটি শিক্ষাবৃত্তির গ্রুমিং সেশন অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ২১, ২০১৫
আইডিবি-আইটি শিক্ষাবৃত্তির গ্রুমিং সেশন অনুষ্ঠিত

শেষ হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষাবৃত্তির ২১তম রাউন্ডের গ্রুমিং সেশন।

ঢাকার আঁগারগাওয়ে বুধবার আইডিবি ভবনের হল রুমে গ্রুমিং সেশনটি অনুষ্ঠিত হয়।


আইটি সেক্টরের বিভিন্ন বিষয়ে এখানে এক বছর শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে এই গ্রুমিং সেশনের আয়োজন করা হয়।

এতে প্রোগ্রাম অফিসার জাহিদ-আল-মাহাদী, প্রজেক্ট কনসালটেন্ট মোঃ মোসাহেদুল ইসলাম, প্লেসমেন্ট এক্সিকিউটিভ এএফএম বাকা বিল্লাহ ও এসএমএস শিবলী এবং পিংক বিডি এর প্রধান আব্দুর রহিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে কর্মক্ষেত্রে কিভাবে নিজেকে সফলভাবে নিয়োজিত করতে হয় সেসব বিষয়ে শিক্ষার্থীদের গুরত্বপূর্ণ পরামর্শ দেন।
 
উল্লেখ্য, দেশের সুবিধাবঞ্চিত মুসলমান মেধাবী যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বিনামূল্যে বিভিন্ন মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।