ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ডেল সেরা কনজুমার পার্টনার’ কম্পিউটার সোর্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ২৩, ২০১৫
‘ডেল সেরা কনজুমার পার্টনার’ কম্পিউটার সোর্স ছবি: সংগৃহীত

ব্র্যান্ড, সেবা, সরবরাহ এবং চ্যানেল ব্যবস্থাপনায় অনবদ্য ভূমিকা রাখায় দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল বাজারে (এসএডিএমজি) বিদায়ী বছরের সবচেয়ে সফল প্রতিষ্ঠানের স্বীকৃতি পেলো বাংলাদেশের শীর্ষ আইটি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। পাকিস্তান, নেপাল, শ্রীলংকাসহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র কম্পিউটার সোর্সই অর্জন করেছে ডেল কনজুমার পার্টনার অ্যাওয়ার্ড ২০১৫।



সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ডেভেলপিং মার্কেট গ্রুপের চ্যানেল পার্টনারদের দুই দিনব্যাপী বার্ষিক সম্মিলনের শেষ দিন পুরস্কার দেয়া হয়। পুরস্কার গ্রহণ করেন কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ।

জমকালো আয়োজনের মধ্যে তার হাতে সম্মাননা স্বারক তুলে দেন ডেল এসএডিএমজি জেনারেল ম্যানেজার শেহজাদ খান। এসময় ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় আসিফ মাহমুদ বলেন, কাজের স্বীকৃতি পেলে স্বাভাবিক নিয়মেই কাজে গতি বাড়ে। তাই আগামী বছরেও আমরা এই সম্মাননা ধরে রাখতে সচেষ্ট থাকবো। আর দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দেশের পক্ষে এমন গৌরব অর্জন নি:সন্দেহে আমাদের প্রযুক্তি অঙ্গনে নতুন মাত্রা যুক্ত করলো।

প্রসঙ্গত, ২০০৯ সালের ডিসেম্বরে বাংলাদেশের বাজারে ডেল ব্র্যান্ডকে পরিচয় করিয়ে দেয় কম্পিউটার সোর্স। সেই থেকে বাজার বিস্তৃতির পাশাপাশি গ্রাহক স্বার্থ রক্ষায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নিজস্ব সেবা ব্র্যান্ড ’বাই৪৮’ এর পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ পিসির সেবা দিতে ‘ডেল পিসি ক্লিনিক’ কর্মসূচি দেশের প্রযুক্তি অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করে।

ফলশ্রুতিতে স্থানীয় বাজারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছরই একাধিক ক্যাটাগরিতে ব্যবসায় সাফল্যের স্বীকৃতি অর্জন করে চলেছে কম্পিউটার সোর্স।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসজেডএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।