ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেসেজ পাঠানোর পরও এডিট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৫
মেসেজ পাঠানোর পরও এডিট

আইওএস ব্যবহারকারীদের জন্য খুব শী্ঘ্রই বিবিএম’র নতুন হালনাগাদ নিয়ে আসছে ব্ল্যাকবেরি। হালনাগাদ এই বিবি মেসেঞ্জারের মাধ্যমে ব্যবহারকারীরা কাউকে মেসেজ পাঠানোর পরও সেই মেসেজ এডিটের সুবিধা পাবেন।

যার মানে এখানে মেসেজ প্রত্যাহারের জন্যও রয়েছে ফিচার।

সম্প্রতি এক সংবাদমাধ্যম প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়। বিবিএম এর হালনাগাদটিতে উন্নতমানের সময়যুক্ত ফিচার থাকছে বলেও উল্লেখ করা হয়। এছাড়া রিট্রেকশন ফিচার সম্পর্কে বলা হয় এর মাধ্যমে মেসেজ পাঠানোর পর তা সেল্ফ ডেসট্রাক্ট অথবা অদৃশ্য করা যাবে প্রাপক একবার মেসেজ থেকে আঙ্গুল উঠালে। ফলে প্রেরক মুহূর্তেই তা পুনরায় এডিট করে সেন্ড বাটনে প্রেস করে পাঠিয়ে দিতে পারবে।

কিন্তু কানাডিয়ান মোবাইল ফোন নির্মাতা এতে টাইগারটেক্সট রাখছেনা, যেটা তাদের বিদ্যমান মেসেজিং প্লাটফর্মে বেশ সাড়া ফেলেছে।

তথ্য মতে, নতুন আপডেটটি বাগ সংক্রান্ত ক্রুটি দুর করতে করতে পরীক্ষামূলকভাবে ছাড়া হবে। যদিও ব্যবহারকারীরা এ ধরনের ক্রুটিযুক্ত সেবা ব্যবহারে অভ্যস্ত।
সেবাটি উপভোগ করতে ব্যিবহারকারীদের নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।