ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাবিতে তথ্য-প্রযুক্তি উৎসব শুরু রোববার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ২৮, ২০১৫
ঢাবিতে তথ্য-প্রযুক্তি উৎসব শুরু রোববার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের মধ্যে তথ্য-প্রযুক্তির জ্ঞান বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘তৃতীয় জাতীয় ক্যাম্পাস তথ্য-প্রযুক্তি উৎসব’।

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি সংসদের (ডিইউআইটিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুদিন ব্যাপী এ উৎসব শুরু হবে রোববার (৩১ মে)।



বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১টার দিকে টিএসসির অধ্যাপক মুনির চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান আয়োজকেরা।

আয়োজকেরা জানান, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও উন্নত শিক্ষায় চাই তথ্য-প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস’ এ প্রতিপাদ্য নিয়ে উৎসবটিতে সারাদেশের ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৭০০ শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিইউআইটিএস’র প্রধান উপদেষ্টা ড. মোহাইমেন আস সাকিব, সাধারণ সম্পাদক মাসরুহুর রহমান ফারুকী, প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসএ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।