ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ বছরই মটোরোলার দুই কিউএইচডি স্মার্টফোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এ বছরই মটোরোলার দুই কিউএইচডি স্মার্টফোন

ঢাকা: উচ্চক্ষমতার দু’টি হ্যান্ডসেট নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিকমিউনিকেশন কোম্পানি মটোরোলা। চলতি বছরের শেষ নাগাদ কিউএইচডি ডিসেপ্লের হ্যান্ডসেট দু’টি প্রযুক্তিপ্রেমীরা হাতে পাবেন বলে এক রিপোর্টে বলা হয়েছে।



অভিজাত শ্রেণির ক্রেতাদের কথা মাথায় রেখে ‘ক্লার্ক’ ও ‘কিনজি’ কোডনেমের স্মার্টফোন দু’টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শিকাগোর আশপাশে পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে বলেও রিপোর্টে বলা হয়েছে।

ক্লার্ক কোডনেমের স্মার্টফোনটির পর্দা কিউএইচডি (কোয়াড হাই ডেফিনেশন) ১৪৪০*২৫৬০ পিক্সেল। অ্যান্ড্রয়েডের ৫.১.১ ললিপপ ভার্সনে চলবে হ্যান্ডসেটটি। এর মডেলের নাম এক্সটি১৫৭৮ বা এক্সটি১০৯৭ হতে পারে। তবে এর ৠাম বা প্রসেসরের বিষয়ে কিছু জানা যায়নি।

অপরদিকে, ডিসপ্লেতে একই পিক্সেল ও ললিপপের একই ভার্সনে চলবে কিনজি কোডনেমের হ্যান্ডসেটটি।

হ্যান্ডসেটটির পর্দা ৫.৪৩ ইঞ্চি ও ডিসপ্লেতে ব্যবহৃত পর্দা অভঙুর বলে অপর এক রিপোর্টে বলা হয়েছে।

তবে হ্যান্ডসেট দু’টির বিষয়ে মটোরোলার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হ্যান্ডসেটগুলোর মূল্য কত হবে সে বিষয়েও কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মে ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।