ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯ জুন থেকে পাইথনভিত্তিক কোড স্প্রিন্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ৫, ২০১৫
৯ জুন থেকে পাইথনভিত্তিক কোড স্প্রিন্ট

প্রোগ্রামিং ভাষা পাইথনের ওপর ভিত্তি করে আগামী ৯ থেকে ১৩ জুন দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কোড স্প্রিন্ট।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় কোড স্প্রিন্টের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।



আয়োজক সুত্র মতে, ৫ দিনে ৬০ ঘন্টার এই পাইথনভিত্তিক কোড স্প্রিন্টে ফুল স্টকে ডেভলপমেন্টের ওপর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

আয়োজকদের পক্ষে স্প্রিন্টের সমন্বয়কারী তানভির শুভ বলেন, র্বতমানে সফটওয়্যার শিল্পে পাইথন ডেভলপারদের চাহদিা ভাল। অনেকেরই এর প্রাথমিক বিষয়গুলো জানা আছে।

তাই তাদেরকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ। স্প্র্রিন্ট শেষে স্প্রিন্টাররা একটি প্রজেক্ট শুরু থেকে শেষ করার যোগ্যতা র্অজন করবনে বলে আশাবাদ করছেন আয়োজনকরা।

উল্লেখ্য, আইটি ইন্ডাস্ট্রিতে র্বতমান ও ভবষ্যিতে কাজ করতে আগ্রহী অথবা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও শেষ বর্ষের শিক্ষার্থীরা এই স্প্রিন্টে অংশগ্রহন করতে পারবে।

এজন্য আগ্রহীদের একটি অনলাইন টেস্টে উর্ত্তীণ হতে হবে।

আরো জানা যাবে (https://goo.gl/luKPKb) এই ঠিকানায়।

বাংলাদেশ সময়:০০১৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।