ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
নোয়াখালীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী এ মেলার আয়োজন করে।



শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে জেলা শহর মাইজদীর কোর্ট মসজিদ ঈদগাহ ময়দানে এ মেলার উদ্বোধন করেন- প্রধান অতিথি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রণব ভট্টাচার্যের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক সারওয়ারী মেহেদী মোবারক, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডা. মাহে আলম ও জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মমিন বিএসসি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।