ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৯ জুন ‘রিদমি নোট ২’ ছাড়ছে জাওমি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
২৯ জুন ‘রিদমি নোট ২’ ছাড়ছে জাওমি

ঢাকা: গত বছরের মার্চে রিদমি নোট বাজারে ছাড়ে চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাওমি। হ্যান্ডসেটটির ব্যাপক সাফল্যের পর এ সিরিজের পরবর্তী স্মার্টফোনের বাজারে আসা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।



এমন অবস্থায় ‘রিদমি নোট ২’ নামে পরবর্তী স্মার্টফোনটি ছাড়ায় কথা জানিয়েছেন জাওমি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লি জুন।

চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৯ জুন হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হবে বলে চীনের টুইটার হিসেবে পরিচিত উইবোতে লেখেন তিনি। এইকসঙ্গে হ্যান্ডসেটটির মূল পর্দার একটি স্ক্রিনশটও পোস্ট করেন।

ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ৫ বা ৫.১ ভার্সনে চলবে হ্যান্ডসেটটি। এর পর্দা হবে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি। মূল ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

স্ন্যাপড্রাগন ৪১০ (এমএসএম৮৯১৯) প্রসেসরে ‘রিদমি নোট ২’ চলবে বলে সম্প্রতি এক রিপোর্টে বলা হয়। তবে হ্যান্ডসেটটির মূল্য কত হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিশ্বের তৃতীয় শীর্ষ হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে তাদের ‘এমআই ৪’ মডেলের হ্যান্ডসেটটির এক কোটি কপি বিক্রি করেছে বলে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।