ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মজিলা ফায়ারফক্সের "পকেট"

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
মজিলা ফায়ারফক্সের "পকেট"

জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স সম্প্রতি "পকেট" নামের নতুন একটি ফিচার অবমুক্ত করেছে। মজিলা একে তাদের ভাষায় অন্যতম জনপ্রিয় একটি ফিচার বলছেন।

ফিচারটির মাধ্যমে ফায়ারফক্স ব্যবহারকারীগন যেকোনো পেইজকে পরবর্তী সময়ে পড়ার জন্য "সেইভ" করে রাখতে পারবেন। সেইভ করার সময় পেইজগুলোকে আলাদা ট্যাগ বা ক্যাটাগরি অনুযায়ী  রাখারও সুযোগ পাবে মজিলা ব্যবহারকারীরা।

উল্লেখ্য, পকেট নামের এই ফিচার ব্যবহারের জন্য তিনটি টিপস দিয়েছে মজিলা -

দ্রুত, ওয়ান-ক্লিক সেইভিং:
অর্থাৎ একটি পেইজে থাকা অবস্থায় সেটাকে পকেটে সেইভ করতে বাটনটি (উপরে ছবিতে প্রদর্শিত) ক্লিক করতে হবে।

সেইভ করা পেইজকে দ্রুত অ্যাক্সেস: 
সেইভ করা আর্টিকেল, ভিডিও বা পেইজকে দ্রুত খুঁজে পেতে পকেট আইকনে ক্লিক করে "ভিউ লিস্ট" এ যেতে হবে। এই পেইজটিকে বুকমার্ক করে রাখলে কাজটি পরবর্তীতে আরও দ্রুত করা যাবে।

যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেস :
ব্যবহারকারী তার সিংক্রনাইজড সব ডিভাইস (মোবাইল, কম্পিউটার, ট্যাব, ইত্যাদি) থেকে পকেটে সেইভ করা সব কিছু অ্যাক্সেস করতে পারবেন, এমনকি অফলাইনেও। পকেট নিজে থেকে সব আপডেট করে রাখবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসজেডএম





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।