ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রত্যন্ত অঞ্চলে কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
প্রত্যন্ত অঞ্চলে কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প ছবি : সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-এসপিএসবি শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫-এর প্রথম কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প।

২১ থেকে ২৩ জুন তিন দিনের এই ক্যাম্পে অংশ নেয় স্কুলের বিভিন্ন শ্রেণীর ৪২ জন শিক্ষার্থী।

ক্যাম্পে শিক্ষার্থীদের শেখানো হয় কীভাবে বৈজ্ঞানিক গবেষণা করতে হয়।

শিক্ষার্থীরা এতে ৬টি দলে ভাগ হয়ে একটি গবেষণা প্রকল্পে অংশ নেয়। তিনদিনের ক্যাম্পের শুরুতে তাদের শেখানো হয় গবেষণার কর্মপদ্ধতি। এরপর দলগুলো স্কুলের আশপাশের এলাকার পরিবেশ-প্রতিবেশ দেখে বিভিন্ন সমস্যা খুজে বের করে। আর সেইসব সমস্যার মধ্য থেকে ছয়টি দল ছয়টি সমস্যা বেছে নিয়ে পরবর্তী দুইদিন গবেষণা করে সেগুলোর সমাধানের উপায় খুজে বের করে।

গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল-স্কুল সংলগ্ন আঠারোবাঁকী নদীর পলিমাটি পর্যবেক্ষণ এবং পলি জমা হওয়ার পরিমাণ নির্ণয়, দ্বিপক্ষল যৌগিক পত্র বিশিষ্ট গাছের অনুভূতি প্রবণতা বিশ্লেষণ, মানুষের উচ্চতার সঙ্গে প্রতিটি স্বাভাবিক পদক্ষেপে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক নির্ণয়, বিভিন্ন উৎসের পানির তাপমাত্রা পর্যবেক্ষণ এবং তারতম্যের কারণ বিশ্লেষণ, মিষ্টিজাতীয় দ্রব্যের প্রতি পিঁপড়ার আকর্ষণ এবং তা দূরীকরণের উপায়, বিভিন্ন পরিবেশে লজ্জাবতী গাছের অনুভূতি প্রবণতা নির্ণয়।

ক্যাম্পের শেষদিন শিক্ষার্থীরা তাদের গবেষণার ফলাফল বৈজ্ঞানিক পোস্টারের মাধ্যমে উপস্থাপন করে।

উল্লেখ্য, অংশগ্রহনকারী শিক্ষার্থীরা এর পূর্বে কখনও বৈজ্ঞানিক পোস্টারের নামও শুনেনি এবং এদের বেশিরভাগই কোনদিন কম্পিউটার ব্যাবহার করেনি।

এমন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা চমৎকার সব গবেষণা এবং বৈজ্ঞানিক পোস্টার তৈরী করে সবাইকে মুগ্ধ করে।

ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন স্কুলের প্রতিষ্ঠাতা এস এম লিয়াকত, যশোর শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও স্কুল পরিদর্শক এবং কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষক।

অনুষ্ঠানে এস এম লিয়াকত বলেন, এই বিজ্ঞান চর্চা আমাদের শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিবে। আমরা চাই এমন আয়োজন নিয়মিত করা সম্ভব হোক। তাতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে।

ক্যাম্পর অন্যতম পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ ফাতিউর রহমান বলেন, এই স্কুলের শিক্ষার্থীরা অসম্ভব মেধাবী এবং সম্ভাবনাময়। এই তিনদিন তাদের মধ্যে যে জানার আগ্রহ তাতে বোঝা যায় সুযোগ পেলে এরাও ভবিষ্যতে অনেক ভালো করবে।

ক্যাম্পটি পরিচালনা করেন শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের একাডেমিক সমন্বয়কারীগণ।

শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের প্রস্তুতিমূলক কুদরত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প সারাদেশে পর্যায় ক্রমে আয়োজন করা হচ্ছে । এরই অংশ হিসেবে ২৬ জুন নারায়নগঞ্জে, ২৭ জুন সিলেট ও দিনাজপুরে এবং ২৯ জুন ঢাকায় শুরু হবে পরবর্তী কুদরত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প।

ক্যাম্প বা কংগ্রেস সম্পর্কে জানা যাবে কংগ্রেসের www.spsb.org/cscongress ওয়েবসাইট।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।