ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের নতুন নির্বাহী পরিষদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের নতুন নির্বাহী পরিষদ

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)-এর ২০১৫-২০১৭ মেয়াদের নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

এতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।



বৃহস্পতিবার সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আব্দুর রহমান শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)-এর নির্বাচনে ভার্গো-এর ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক সভাপতি ও ফিফো টেক-এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

‘বাক্য’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই- এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।

অতিথিরা কল সেন্টার ও বিপিও ইন্ডাস্ট্রি উন্নয়নে সরকার ও ফেডারেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে টাইমস এএসএল কলসেন্টার লিমিডেটের মো. আবুল খায়ের, ভাইস প্রেসিডেন্ট পদে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ওয়াহিদুর রহমান শরীফ, যুগ্মমহাসচিব পদে ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশনস লিমিটেডের  মোহাম্মদ আমিনুল হক ও কোষাধ্যক্ষ পদে সার্ভিস সলিউশনস লিমিটেডের (এসএসএল) তানভীর ইব্রাহিম।

পরিচালক পদে নির্বাচিতরা হলেন- সিপরোকো কম্পিউটারস লিমিটেডের সাফকাত হায়দার, উইনটেল লিমিটেডের ফয়সাল আলিম, মার্স সলিউশন লিমিটেডের মাহাবুব ইলাহী চৌধুরী, মাই আউটসোর্সিং লিমিটেডের মো. তানজিরুল বাসার ও কোজেন্ট বাংলাদেশ লিমিটেডের প্রিন্স মজুমদার।

‘বাক্য’-র নবনির্বাচিত পরিষদ সদস্যরা বাংলাদেশের তথ্য-প্রযুক্তি সেক্টরে সর্বোত্তম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশে-বিদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পের অবস্থান সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
বিজ্ঞপ্তি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।