ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ওয়েবের মতো অ্যাপ আনছে হাইক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
হোয়াটসঅ্যাপ ওয়েবের মতো অ্যাপ আনছে হাইক

খুব শীঘ্রই ওয়েব অ্যাপ আনতে যাচ্ছে হাইক, যেটা হবে অনেকটা আইএম জায়ান্ট হোয়াটসঅ্যাপ ওয়েবের মতো। সম্প্রতি হাইকের ওয়েব অ্যাপটির স্ক্রিনশর্ট টুইটারের মাধ্যমে প্রকাশ্যে আনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।



তথ্য মতে, তাৎক্ষণিক বার্তা আদানপ্রদানের জন্য জনপ্রিয় ভারতের এই ‘হাইক মেসেঞ্জার’র ওয়েব অ্যাপটি এখন পরীক্ষামূলক পর্যায়ে।

এছাড়া প্রকাশিত স্ক্রিনশর্টে এর ইউজার ইন্টারফেস প্রতীয়মান করছে মাস কয়েক আগে হোয়াটসঅ্যাপ যে ওয়েব অ্যাপটি প্রকাশ করে তার সাথে হাইকের ওয়েব অ্যাপের পুরোপুরি মিল রয়েছে।

স্ক্রিনশর্টটি এটাও সুস্পষ্ট করছে পিসি’তে ব্যবহারের উপযুক্ত করতে অ্যাপটিতে বড় আকারের পর্দা প্রসারিত করা হয়েছে।

অবশ্য, হাইক অ্যাপটির ওয়েব ভার্সনটি কবে নাগাদ পাওয়া যাবে তার সঠিক কোনো সময়সীমা জানানো হয়নি। ধারণা থেকেই ধরে নেয়া হচ্ছে খুব শীঘ্রই অ্যাপটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের চলার পথকেই অনুসরণ করবে ভারতের এই ইন্টারনেট মেসঞ্জোর সেবাদাতা প্রতিষ্ঠান।

সেইসাথে এটাও বলার অবকাশ রাখেনা যে হাইক অ্যাপটি হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, নিমবাজ, ফেসবুক মেসেঞ্জার এমনকি হ্যাঙ্গআউটের সাথে সরাসরি লড়বে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।