ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাক করলো পাক হ্যাকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাক করলো পাক হ্যাকার

সিলেট: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাক করেছে পাক সাইবার অ্যাটাক টিম নামে একটি পাকিস্তানি হ্যাকার গ্রুপ।

তিনদিন ধরে বোর্ডের ওয়েব সাইটে (ww.sylhetboard.gov.bd) প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল।



তবে সংশ্লিষ্টদের দাবি, তিনদিন ধরে নয় বুধবার (২২ জুলাই) ওয়েবসাইটটি  হ্যাক হয়। আর তা পুনরুদ্ধার করতে আইটি টিম কাজ করছে বলেও উল্লেখ করেন তারা।

পাক সাইবার অ্যাটাক টিমের সদস্য ফাইসাল ওয়েবসাইটটি হ্যাক করেছেন বলে পেজটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া হ্যাকাররা সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর পেজের একেবারে টপ ব্যানারে লিখেছেন- ‘পাকিস্তান জিন্দাবাদ’।

এ ব্যাপারে সিলেট শিক্ষাবোর্ডের পরিদর্শক মোস্তফা কামাল জানান, বুধবার হ্যাক হয় ওয়েবসাইটটি। এরপর থেকেই সাইট পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। দুই/একদিনের মধ্যেই সাইটটি শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রণে আসবে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘন্টা, জুলাই ২৩, ২০১৫
এএএন/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।