ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংকের ঈদ কনসার্টে তারুণ্যের উল্লাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
বাংলালিংকের ঈদ কনসার্টে তারুণ্যের উল্লাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদ-উল-ফিতর উপলক্ষে খ্যাতিমান সঙ্গীতশিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করেছে টেলিকম অপারেটর বাংলালিংক।

জেমস, সোলস্, জুয়েল ও নওমির পরিবেশনায় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে শুক্রবার (৩১ জুলাই) কনসার্টে ছিল তারুণ্যের বাঁধভাঙা উল্লাস।

পাশাপাশি কনসার্টে সব মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তারুণ্যের উপস্থিতির কথা বিবেচনায় রেখে বাংলালিংক ২০০৬ সাল থেকে এমন কনসার্টের আয়োজন করে আসছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নগর বাউল, জেমস্ তাদের জনপ্রিয় গান ও চমৎকার লাইভ পরিবেশনার মাধ্যমে ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিত ‘বাংলালিংক ঈদ কনর্সাট’-এ উপস্থিত হাজারো দর্শকদের মুগ্ধ করেন।

আয়োজন সম্পর্কে বাংলালিংকের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর সোলাইমান আলম বলেন, বাংলালিংকের জন্য সঙ্গীত পিপাসুদের কাছে সঙ্গীতের সুরসুধা পৌঁছে দেওয়ার এ এক বিরাট সুযোগ। আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় গ্রাহকসহ সবাই এ লাইভ কনসার্টে অংশ নিতে পেরে আনন্দিত। অধিকাংশ দর্শক তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন ও শ্রোতাদের আনন্দিত দেখতে পেরে আমরাও আনন্দ বোধ করছি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এমআইএএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।