ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি’ প্রকল্পের চুক্তি সই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
‘স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি’ প্রকল্পের চুক্তি সই ছবি: সংগৃহীত

মঙ্গলবার ঢাকার আগারগাঁওস্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ লি: এর মধ্যে “স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি” শীর্ষক প্রকল্পের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিপত্রে সই করেন তথ্য ও যোগাযেোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদ এবং চায়না রেলওয়ের চীফ রিপ্রেজেনটিটিভ উই জিয়াওজুন।



এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সচিব জনাব শ্যাম সুন্দর সিকদার।

এই চুক্তির ফলে দেশের প্রায় ২২৫০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনসহ তৃণমূল পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা পৌঁছে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।