ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে আসছে সরকারের সব টেন্ডার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
অনলাইনে আসছে সরকারের সব টেন্ডার

ঢাকা: সরকারি কাজের সব টেন্ডার অনলাইনে বা ই-টেন্ডারিংয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকারের সকল দরপত্র অনলাইনে হতে চলেছে।

আগামী ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রী তার কার্যালয়ের চামেলী হলে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ নির্দেশনা দেন।

সরকারকে ই-টেন্ডারিংয়ের কারিগরি প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করে দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্য কোম্পানিগুলো।

সভায় টাস্কফোর্সের সঙ্গে যুক্ত সরকারের মন্ত্রণালয়, দফতর ও সংস্থার পাশাপাশি এফবিসিসিআই, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসসহ (বেসিস) বিভিন্ন বেসরকারি প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ দেন।

টাস্কফোর্স সদস্য বেসিস সভাপতি শামীম আহসান জানান, সভায় সরকারের সব দরপত্র অনলাইনে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসিস সদস্য কোম্পানিগুলো সরকারকে এ কাজে সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।