ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় আসুসের ট্যাব কিনে ট্যাব জিতুন!

সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
মেলায় আসুসের ট্যাব কিনে ট্যাব জিতুন! ছবি: জি এম মুজিবুর রহমান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিআইসিসি থেকে: ‘স্ক্র্যাচ ইউর লাক’ অফার নিয়ে মেলায় বেশ কয়েকটি ট্যাব প্রদর্শন করছে তাইওয়ানভিত্তিক বহুজাতিক ইলেক্ট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসুস। মেলা উপলক্ষে ফোনোপ্যাড সিরিজের সম্পূর্ণ নতুন একটি ট্যাবও এনেছে প্রতিষ্ঠানটি।

আর ট্যাব কিনে নগদ ছাড়ের পাশাপাশি রয়েছে স্ক্র্যাচ কার্ড ঘষে ট্যাব জেতার সুযোগ।

মেলা উপলক্ষে এফ ই৩৭৫সিএক্সজি ট্যাবটি ছাড়াও ৬-৭টি ট্যাব দর্শনাথীদের জন্য তুলে ধরেছে আসুস। এর মধ্যে এফই১৭১সিজি, এফই ১৭০সিজি উল্লেখযোগ্য।

নতুন ট্যাবটির বিষয়ে স্টলের কর্মকর্াত জিয়াউল হক জানান, ইন্টেল ১.৩৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরে সঙ্গে ট্যাবটির রয়েছে এক গিগাবাইট র‌্যাম।   রয়েছে দুই সিম ব্যবহারের সুবিধা। অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েডের ৪.৪.২ কিটক্যাট ভাসন।  

ট্যাবটির মূল্য ১৮ হাজার ৫শ’ টাকা হলেও মেলা উপলক্ষে দুই হাজার টাকা কমে ১৬ হাজার ৫শ’ টাকায় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আসুসের যেকোনো ট্যাব কিনলে নগদ ছাড় ছাড়াও রয়েছে ‘স্ক্র্যাচ ইউর লাক’ অফার। ট্যাব কিনলে স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতারা পেতে পারেন টি-শার্ট, হেডফোন, ফ্লিপকভার, পাওয়ার ব্যাংক। তবে ভাগ্যবান ক্রেতারা পেতে পারেন ট্যাবও। সেক্ষেত্রে ট্যাব কিনে ট্যাব জেতার সুযোগ।

নতুন এ ট্যাবের বিষয়ে ক্রেতাদের কাছ থেকে বেশ সাড়া পাওয়া গেছে জানিয়ে এ কমকর্াত বলেন, এফই১৭১সিজি ট্যাবের বিষয়েও বেশ সাড়া পাওয়া গেছে। মেলা উপলক্ষে এ ট্যাবটিতেও তিন হাজার টাকা ছাড়ে ১৩ হাজার ৫শ’ টাকায় পাচ্ছেন ক্রেতারা।

তবে সর্বনিম্ন ১১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এমই১৭৫সিজি ট্যাবটি। এক্ষেত্রে মূল দামের চেয়ে ক্রেতার কাছ থেকে দুই হাজার টাকা কম নিচ্ছে আসুস।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো’তে নিজেদের স্টলে আসুস ট্যাব নিয়ে বসলেও নেই কোনো স্মার্টফোন। বাংলাদেশে এখন পযর্ন্ত স্মার্টফোন বাজারজাত না করলেও বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান স্টলের কমকর্র্তারা।
 
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
জেডএস

** কিনলেন স্মার্টফোন, জিতলেন সিঙ্গাপুরের টিকিট
** ছুটির দিনের পুরোটা ভিড় মেলায়
** মেলায় ৫শ থেকে ৩ হাজারে মিলছে পাওয়ার ব্যাংক
** গোল্ডবার্গ গেমিং জোনে স্মার্টফোন জিতলেন শাওন
** বাজার দখলে চাই নিজস্ব কনটেন্ট-ডিভাইস
** মেলায় বিক্রেতাদের মুখে হাসি
** মেলায় সাড়ে ৪ হাজারে ট্যাব
** স্টাইলাস ব্র্যান্ডের হ্যান্ডসেট নিয়ে মেলায় এসিআই
** ওকাপিয়া’র ফোন-ট্যাবে পাওয়ার ব্যাংক ফ্রি
** প্রথমবারের মতো ‘ওয়ানপ্লাস টু’ আনলো ডিএক্স জেনারেশন
** বৃষ্টিভেজা সকালে মেলার শুরুতেই লম্বা লাইন
** স্মার্টফোন মেলার আকর্ষণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন
** বিক্রির শীর্ষে সিম্ফনি এক্সপ্লোরার পি৬
** মেলায় মোবাইল কিনে সিঙ্গাপুর!
** প্রথম দিনেই জমজমাট রবির স্মার্টফোন-ট্যাব মেলা
** প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ একটি মডেল
** রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর পর্দা উঠলো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।