ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

থাইল্যান্ডে বেসিসের বিটুবি বৈঠক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
থাইল্যান্ডে বেসিসের বিটুবি বৈঠক

থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) এর ৪০তম কাউন্সিল মিটিং এবং অ্যাসোসিও প্ল্যানারী মিটিং ২০১৫ উপলক্ষে অ্যাসোসিও এ বিটুবি বৈঠকের আয়োজন করে।



বাংলাদেশের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বেসিসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা ও অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, নির্বাহী পরিচালক সামি আহমেদ সহ আরো অনেকে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এ বৈঠকে বেসিসের সদস্যভুক্ত ১২টি কোম্পানি অংশ নেয়। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া ও মায়ানমারের বেশ কয়েকটি আইটি কোম্পানি এ বৈঠকে অংশগ্রহণ করে।

সুত্র মতে, বিটুবি বৈঠকের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল স্থানীয় সায়েন্স পার্ক, সফটওয়্যার পার্ক ও আইবিএমের ইনোভেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে অবস্থিত প্রায় ২০টি কোম্পানির সঙ্গেও প্রতিনিধিদল বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার আইসিটি ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

বৈঠক সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিদেশে বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈঠক জরুরী। সেই লক্ষ্য নিয়ে বৈঠকে অংশগ্রহণ করে বাংলাদেশ।

বৈঠকে পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক উন্নয়ন নিয়ে আলোচনা এবং সেখানকার সায়েন্স ও সফটওয়্যার পার্কে বাংলাদেশি কোম্পানিকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের প্রস্তাবনা দেয়া হয়েছে। বিপরীতে আমাদের কালিয়াকৈর হাইটেক পার্কে তাদেরকেও সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে শিগগিরই থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি কোম্পানির ব্যবসায়ের সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।

বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান বলেন, এশিয়া এবং ওশেনিয়ান দেশগুলোতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় সম্প্রসারণের প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বেসিস বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই বৈঠকে অংশগ্রহণ করে বেসিস।

তিনি জানান, ইতোমধ্যেই থাইল্যান্ডের ও মায়ানমারের কয়েকটি কোম্পানি বাংলাদেশি কোম্পানির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। শিগগিরই বাংলাদেশি আরও কিছু কোম্পানির সাথে বিটুবি বৈঠকে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসবে তারা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।