ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের প্রথমবার…!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
ফেসবুকের প্রথমবার…!

ঢাকা: বিশ্বব্যাপী প্রায় দেড়শ’ কোটি মানুষকে প্রতিনিয়ত সংযুক্ত করে রাখছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। এর মাধ্যমে অনেকেই খুঁজে পাচ্ছেন বছরের পর বছর যোগাযোগ না থাকা স্বজনদের।



যোগাযোগের এ প্রক্রিয়ায় যুক্ত হওয়া মানুষগুলোর ভাব আদান-প্রদানের মধ্য দিয়ে সম্প্রতি রেকর্ড গড়েছে ফেসবুক। রেকর্ডটি গড়তে প্রায় এক যুগ অপেক্ষা করতে হয়েছে ২০০৪ সালে যাত্রা শুরু করা সামাজিক যোগাযোগের এ মাধ্যমটির।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এক পোস্টে প্রতিষ্ঠাতা জুকারবার্গ জানান, একদিনে (২৪ ঘণ্টায়) একশ’ কোটি মানুষ লগ-ইন করে রেকর্ড গড়েছে ফেসবুক। অর্থাৎ বিশ্বের প্রতি ৭ জনে ১ জন। যা ফেসবুকের ইতিহাসে প্রথম।

পোস্টে তিনি লেখেন, এই প্রথমবার আমরা মাইলস্টোন স্পর্শ করলাম। পৃথিবীকে সংযুক্ত করার এটি শুরু মাত্র।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিমাসে একশ’ ৪৯ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। আর ওইদিন প্রতি তিনজন ব্যবহারকারীর মধ্যে দুইজন লগইন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।