ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গণ বিশ্ববিদ্যালয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ‘স্টাডি জ্যাম’ কার্যক্রম শুরু

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ‘স্টাডি জ্যাম’ কার্যক্রম শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয়: গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে উদযাপিত হয়ে গেল ‘গুগল’ আয়োজিত এক হাজার নতুন অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরির লক্ষে মাসব্যাপী বিশেষ ‘স্টাডি জ্যাম’ সেশনের প্রথম ক্লাস।

পরিচালনায় ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের বেসিস স্টুডেন্ট ফোরামের কনভেনার মো. মোজাম্মিল হোসেন।

এতে ট্রেইনার হিসেবে ছিলেন ‘এমসিসি’ লিমিটেডের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম মুকুল।

৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে গুগল স্টাডি জ্যাম সেশনের প্রথম ক্লাস উদ্বোধন করেন ভৌত ও গাণিতিক বিদ্যা অনুষদের ডিন হাসিন অনুপমা আজহারী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষকরা।

‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামের এক মাসের এই কোর্স সম্পন্ন করার পর সবাইকে উডাসিটি ও গুগলের আলাদা সনদ দেওয়া হবে।

বাংলাদেশে গুগলের এই কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) চারটি কমিউনিটি- জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাঁও, জিডিজি বাংলা ও উইমেন টেকমেকার।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।