ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় গোল্ডবার্গের প্রথম ব্র্যান্ডশপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ঢাকায় গোল্ডবার্গের প্রথম ব্র্যান্ডশপ ছবি: সংগৃহীত

বাংলাদেশি মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড গোল্ডবার্গের প্রথম ব্র্যান্ডশপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের চতুর্থ তলায় ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ব্র্যান্ডশপটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান।

এ সময় গোল্ডবার্গের প্রধান বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ, স্থানীয় পরিবেশকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবরার রহমান জানান, সেপ্টেম্বর থেকে প্রতি মাসেই সারাদেশে নিয়মিত র্ব্যান্ডশপ চালু করা হবে। দেশের প্রান্তিক গ্রাহকদের কাছে গোল্ডবার্গ হ্যান্ডসেট পৌঁছতে প্রথম পর্যায়ে বিভাগীয় শহর এবং চলতি বছরের মধ্যেই ৬৪ জেলা শহরে নিজস্ব র্ব্যান্ডশপ উন্মোচন করা হবে।

ঢাকার পর নতুন র্ব্যান্ডশপের অপেক্ষমাণ তালিকায় রয়েছে চট্টগ্রাম।

এদিকে র্ব্যান্ডশপ চালুর আগেই দেশের ৬৪ জেলা শহরে গোল্ডবার্গের পরিবেশক থেকে হ্যান্ডসেট সংগ্রহ করতে পারছেন ক্রেতারা।

এছাড়া গ্রাহক সেবার জন্য ইতোমধ্যে ১৮টি ‘ইয়োর কেয়ার সেন্টার’ নামে গ্রাহক সেবা কেন্দ্র চালু করা হয়েছে। একই ধরণের সেবা দেশের ৬৪ জেলার কালেকশন পয়েন্ট থেকেও পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।