ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসার কর্পোরেট ইভিনিং অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এসার কর্পোরেট ইভিনিং অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার (০৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘এসার কর্পোরেট ইভিনিং’।

সরকারের বিভিন্ন মন্ত্রনালয় এবং অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসার ইন্ডিয়ার ইস্ট জোনের বিজনেস হেড পিনাকি ব্যানার্জি, এসার এর কর্পোরেট রিসেলার প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, কর্পোরেট টেন্ডার বিভাগের মহাব্যবস্থাপক আবুল বাশার মোহাম্মদ, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, কর্পোরেট সেলস এর মহাব্যবস্থাপক শেখ হাসান ফাহিম, বিপনন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং সার্ভিস মহাব্যাবস্থাপক সুজয় কুমার জোয়ার্দার সহ প্রমুখ।



অনুষ্ঠানে এসার বাংলাদেশের সেলস কনসালটেন্ট মাহমুদ বিন কাইয়ুম রোমেল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত সরকারের উর্দ্ধতনরা এসার পণ্যের গুণগতমানের বিষয়ে পরামর্শ দেন।

বাংলাদেশের বাজারে এসারের প্রোডাক্ট লাইন-আপে ল্যাপটপ, ব্রান্ড পিসি এবং মনিটরের পাশাপাশি নতুন বেশ কয়েকটি পণ্য যুক্ত হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।