ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
তথ্যপ্রযুক্তি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, তথ্যপ্রযুক্তি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। আইসিটির সেবা দেশের সব অঞ্চল ও শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব।



মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ  করেছে। ডিজিটাল এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। নতুন প্রজন্মের মাঝে তথ্যপ্রযুক্তি শিক্ষা ছড়িয়ে দিতে হবে। তাদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত তথা মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে নেই। যথাযথ সুযোগ করে দিলে তারাই দেশকে সমৃদ্ধশালী করে তুলতে পারবে।

তিনি আরও বলেন, আইসিটি ব্যবহারের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে, সে দিকে নজর দিতে হবে। শিক্ষা, গবেষণা, কৃষি, সেবাখাতসহ সর্বক্ষেত্রেই সরকার তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং তথ্যপ্রযুক্তি সেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছু দ্দৌজার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আলী মুনসুর।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।