ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ম আইসিটি ফেস্টিভ্যাল

ইস্টার্ন ইউনিভার্সিটির বেম্যাক্স’র চতুর্থ স্থান অর্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ইস্টার্ন ইউনিভার্সিটির বেম্যাক্স’র চতুর্থ স্থান অর্জন

ঢাকা: ২০১৫ সালের ৭ম জাতীয় আইসিটি ফেস্টিভ্যালের ‘বিজনেস আইডিয়া চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির দল বেম্যাক্স।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারীর বিরুদ্ধে সহিংসতা ও তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্ভাবন ‘এভিডেন্স গ্লাস’ নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেম্যাক্স দল।



ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহ মহিউদ্দিন, ফয়সাল আহমেদ এবং ফায়াজ ইউসুফ দলটির প্রতিনিধিত্ব করেন।

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সোসাইটি শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফেস্টিভ্যালের আয়োজন করে। দেশের ২০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের এক হাজার ৮শ’ ৬০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
পিআর/এসইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।