ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডুয়েল ওয়ান অ্যাক্সেস সুবিধার রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ডুয়েল ওয়ান অ্যাক্সেস সুবিধার রাউটার

রাশিয়ান পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট বা ডুয়েল ওয়ান অ্যাক্সেস সুবিধার রাউটার দেশের বাজারে পাওয়া যাচ্ছে। রাউটারটি এনেছে প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।



প্রোলিংক ব্র্যান্ডের পিআরএন ২০০১ এবং পিআরএন ৩০০১ মডেল আইএসপি পরিবেশকদের নিজস্ব এফটিপি সার্ভার সমর্থন করে।

তারহীন প্রযুক্তির এই রাউটার দুটি যথাক্রমে ১৫০০ বর্গফুট ও ২০০০ বর্গফুট জায়গার মধ্যে ১৫ থেকে ২০ জন উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারেন।

পিআরএন ২০০১ রাউটারের ডাটা স্থানান্তর গতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট এবং পিআরএন ৩০০১ রাউটারের সেকেন্ড প্রতি গতি ৩০০ মেগাবাইট।

উভয় রাউটারে রয়েছে ওয়্যারলেস, ওয়ানপোর্ট ও ৪টি ল্যানপোর্ট রয়েছে।

পিআরএন ২০০১ এর দাম ১৬০০ টাকা এবং পিআরএন ৩০০১ এর দাম ১৯০০ টাকা।

উভয় রাউটারের সঙ্গেই ২ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসজেডএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।