ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কাউখালী সদর ইউনিয়ন পরিষদে ওয়াইফাই সেবার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
কাউখালী সদর ইউনিয়ন পরিষদে ওয়াইফাই সেবার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ওয়াইফাই সেবার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী এর উদ্বোধন করেন।



এ সেবার আওতায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ৩০০ মিটার এলাকা জুড়ে বিনামূল্যে ইন্টারনেট সেবা পাওয়া যাবে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম তালুকদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন উপস্থিত ছিলেন।
 
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনের উদ্যোগে এ ওয়াইফাই সেবা কার্যক্রম চালু হয়েছে বলে স্থানীয়রা জানান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।