ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাভারে তথ্যমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
সাভারে তথ্যমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাভারে শুরু হয়েছে তথ্যমেলা-২০১৫।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে, সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার টিআইবি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) সহযোগিতায় এবং সাভার উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়।



উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দীন আহমেদ।

পরে তথ্য অধিকার বিষয়ে উপজেলা অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় দুর্নীতি প্রতিরোধে সমাজের সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান ড. নাসির উদ্দীন আহমেদ।

সাভার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এ গণশুনানিতে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ। পরে এক বর্ণাঢ্য র‌্যালিও বের করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।